কত কিছু করি নিবেদন
তারপরেও ভালো লাগেনা জীবন
বিস্ময় মানুষের মন |
এতো করে যতন
কত কিছু করি নিবেদন |
বিদ্রোহ করি যখন
পাশে থাকেনা কেউ তখন |
অশ্রু হয়ে রচনা
খুঁজি স্নেহের আঁচল
শীতল কোমল নীলিমা রাখি
কত ছায়াছবি দেখি
একটু ভুলে হয়ে যায় সব মাটি |
নিবেদন করে চাঁদ তারা আসমান
আমিও সাজাই স্বপ্ন বিতান
ফুলেরা নিবেদন করে ঘ্রান |
দেশপ্রেমিক নিবেদন করে জান
রাখতে মাটির অবদান
মাটিতে মিশে আছে কত মহাপ্রাণ |
নহে আমি তাদের সমান
সুরে বহে কত ঘটনা
কভু ভুবন বেদনা |
নিবেদন করতে চাই সুন্দর দিন
মনেতে বাজে রঙিন বীণ |
খন্দকার রোমেনা- কবিও সাহিত্যিক।