হলুৃদ কালো আবরনে ঢাকা ছিল তাঁর সমস্ত শরীর,
চাঁদের ন্যায় উজ্জ্বল মুখের হাসি যেন হার মানায় ত্রিলোকের সকল সৌন্দর্য্য।
অবাক দৃষ্টিতে চেয়ে রই আমি।
আড়চোখে, বারেবারে।
যেন তাকে ছাড়া অসম্পুর্ন আজ সবকিছু আমার।
কখনো খোলা চুলের অপূর্ব মায়া।
কখনো বাধা চুলের নির্জনতা।
সারাদিন চোখে ভাসে তাঁর সেই ছায়া।
দেখেছি তাঁরে আরো অনেক বার,
মনে মনে এমন তো হয়নি কখনো।
তবে আজ কেন ???
আকাশ চক্রবর্তী নির্ঝর _লেখক,আবৃত্তি শিল্পী, নাট্যশিল্পী ও সংগঠক