কিসের এত অহংকার তোমার
কেন? কর নির্বাচন
মনে কি পরে না!
একদিন হবে নির্বাসন।
ক্ষমতার লোভে কর আজ
ভাই ভাই দ্বন্দ্ব
আমি ভাল আমিই সৎ
ভাবছো ওরা মন্দ।
মুসলমানের ঘরে জন্ম নিয়ে
কর ক্ষমতার বড়াই
যাকে বলছো মন্দ তুমি
সে তোমার ভাই।
দুনিয়ার মোহে পরে তুমি
হয়েছো বেহুশ
মাথায় করছো আঘাত
তুমি কি মানুষ?.
ক্ষমতা পাপার আশায় তুমি
ভাইকে মারো লাথি
একদিন যেতে হবে কবরে
থাকবে কি সাথী?.
নির্বাচন আসলে পরো তুমি
ভাল মানুষের পোশাক
মিথ্যা ক্ষমতার আশা করছ
দিতে হবে হিসাব।
ভোটের আগে যাও তুমি
মানুষের বাড়ি প্রতিরোজ
ক্ষমতা পাবার পরে তুমি
নাও কি তাদের খোজ..?
যার পিছনে ঘুরছো তুমি
সে তোমার নেতা
হাশরের ময়দানে সেদিন বলবে
আসো আসো পাপাত্মা।
নামাজ রোজার নেই খবর
ঘুর কেন তার পিছে.?
এই দুনিয়ার সব ক্ষমতা
সেদিন হবে মিছে।
চোর ডাকাত বাহিরে আজ
চাতক পাখি বন্দী।
তোমার কি নাই বিবেক?
কর তাদের সাথে সন্ধি ।
বন্দী শালায় চাতক পাখি
থাকে অনহারে
নয় তাদের সাথে সন্ধি
এই সংসারে।
তুমি মুসলিম তুমি দুর্জয়
তুমি সাহসী যুবক
সৎ ব্যক্তিতে তুমি তোমার
দিও মূল্যবান ভোট।
তোমার ভোটে জয়ী হবে
মুসলিম ভাই আপন
সৎ ব্যক্তিকে দেবে ভোট
হবে নির্বাচন।
এস এম আল আমিন_কবি ও লেখক