Take a fresh look at your lifestyle.

নির্বেদ

549

 

কি মোহে আমার ব্যাকরণ যাচ্ছে খসে ?
মুক্ত করো আমায় তোমার করুনার রসে।
বিহ্বল আমি, জ্যান্ত আমি , –
আমি কি হচ্ছি মৃত?
তুমি যদি হাসো আর বলো সহসা, –
আমি হব সংবৃত!
মহকুমার পর মহকুমার স্টেশনে ,
‘ট্রেনের হুইসেল’- সিগনাল মাষ্টার ঠিকই শোনে।
আমি শুধু আমার ‘স্বর’ পারিনি পৌঁছাতে ।
যোজন যোজন দূর তোমার ঐ স্বর্ণ কর্ণপাতে।

 

শেখ জহিরুল ইসলাম – কবি।

Leave A Reply

Your email address will not be published.