প্রিয়তা,আজ একটা নীল শাড়ী পরে এসো ,
জয়নুলের আঁকা রংতুলির নীলাম্বরী হয়ে।
ঢেউ খেলানো নদীর মতো কবিতার প্রচ্ছদ আঁকবো,
প্রকৃতি হবে নীলাবরন্য।
মনের ক্যানভাসের নীল প্রজাপতি হয়ে এসো,
নীলিমা মুখ লুকাবে লজ্জায়।
আমার মন উঠোনে ঝড় উঠবে তোমায় দেখে,
তোমার বেহায়া কুচি গুলো না হয় আমি সামলে নেবো!!
তুমি আঁছড়ে পড়বে বারবার
আমি জড়িয়ে ধরবো নিকোটিন পোঁড়া হাতে।
আমার নীল নীলাভ কবিতারা.
মুখ লুকাবে তোমার আঁচলের ভাঁজে।
তোমার নীল শাড়ী আমার ধূসর পাঞ্জাবী
পাশাপাশি হাঁটবো দুজন।
বালুকাবেলায় সূর্যাস্ত দেখবো,
আমার ভালোবাসার অথৈ নীলের গভীরতায়
ডুবে যেও না হয়।
আমার দুঃখগুলো ঢেকে দিও,
তোমার ঐ নীল শাড়ির আঁচল বিছিয়ে।
তুমি নীলাঞ্জনা হয়ে,
নীল নীল জ্যোৎস্নায় ঝরে পড়ো শুণ্য এ বুকে।
আজীবনের এক সন্ধি করে নেবো,
পাশাপাশি হাঁটার আমারা দুজন।।
পারভীন আকতার- কবি।