মনের কোণে শনশনে ঝড়
তুমুল বেগে বয়।
অজানার ছলে শুধুই চাওয়া
সুখ পানে চেয়ে রয়।
হাওয়ার মাঝে হারিয়ে যাই
তুষার ঝরা ঘাসে।
পায়চারি করে অদৃশ্য অনুভূতি
চুপসে যায় ত্রাসে।
কখনো তরঙ্গের সাথে মিশি
তোমার পরশে সাজি।
অজানা শিহরণ দেয় দোলা
কি যেন পেলাম আজি।
দখিনা বাতাসে ছড়ায় গন্ধ
তোমার অনুভবে মুগ্ধ।
মাঝে মাঝে ভাবনায় ডুবি
সত্যিই তুমি স্নিগ্ধ।
হারিয়ে গেছি সুর পবনে
নয়ন ভরা স্বপনে।
শীতল মনে চুপটি করে জপি
সুধা মেখেছি গোপনে।
তুমি মুক্ত পাখির ডানায়
উড়াল দিয়েছ দৃষ্টিসীমানা।
গর্জে ওঠা কথার মিছিল।
ঘুড়ির মতো উড়ছে নিখিল।
আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম।