শীতের মজা খিচুড়ি ভাই
মিষ্টজর্দায় পান,
খাদ্য দ্রব্যের অভাব নাই
একলা শুধু খান।
ইচ্ছে হলেই যা খুশী তাই
খাচ্ছি আয়েস করে,
নিচ্ছি কি খোঁজ পড়শীদের
কেমন আছে ঘরে।
মজার মজার খাদ্য খাচ্ছি
খাচ্ছি মুরগির রান,
পড়শী আমার কষ্টে থাকে
বাঁচাই নিজের প্রাণ।
মজার মজার খাদ্য তালিকা
দেখেই জুড়ায় মন,
একাই খাবে খাও না তুমি
আছে তোমার ধন।
তোমার ধনে তোমার মনে
থাকুক পরশীর ভাগ,
আল্লাহ রাসুল হবেন খুশী
হবে নাকো রাগ।
হক নষ্ট কারির কঠিন শাস্তি
হবে কঠিন বিচার,
হকের প্রতি খোঁজ রাখিবো
তবেই শান্তি পরপার।
কুরআন মতে জীবন বিধান
মানতে সবার হবে,
তবেই এপাড় ওপাড়েতে
সম্মানিত রবে।
বেলাল বকুল- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।