পর্দাতে নারীর সৌন্দর্য
পর্দা মোদের শ্রেষ্ঠ অলংকার
পর্দার বিধান মানবো আমরা
পর্দা বরের শ্রেষ্ঠ উপহার।।
পর্দায় নারী পর্দাধারী
পর্দায় শ্রেষ্ঠ অহংকার,,
পর্দার বিধান মানব আমরা
পর্দা শ্রেষ্ঠ উপহার,,
পর্দা করে চলো নারী
পর্দায় মিলে মুক্তি,
পর্দা করে চলো নারী
পর্দা বাড়ে শক্তি।
পর্দা কর হৃদয় থেকে
আল্লাহ তায়ালার ভয়ে,
ঘরে বাহির শালীনতা
নিজকে রাখি পর্দাময়ে।
পর্দা করা ফরজ নারীর
পর্দা হলো শালীনতা
পর্দা তে নাই লজ্জা নারীর
পর্দা মোদের অহংকার,,,
আল -কুরআনের শ্রেষ্ঠ শিক্ষা
সেটি নারীর পর্দা,
পর্দা হীন নারী জাহান্নামী
পর্দা মেয়েদের বড় দামি,
চুল মেলিয়া বাহিরে গেলে
সাপের ছোবল খাবে,
মাথায় কাপড়হীন বাহিরে গেলে
গুনাহ খাতা বৃদ্ধিতে পাবে।
মুমিনগণ তোমরা পর্দা করো
মা ফাতেমার মতো,
ধৈর্য্য ধরো ঐ আছিয়ার
ঈমানী শক্তি যতো।
তুমি নারী মুসলিম তুমি
শয়তান খুশি করো না,
জাহান্নামের লাড়কি হতে
পর্দার বিধান ছেড় না।
পর্দা ছাড়া নাই গতিমতি
পর্দা হবে জান্নাতের সাথি
পর্দাহীন নারী জাহান্নামে
পুড়ে হবে অঙ্গার।
পর্দায় নারী ঘরের আলো
পর্দায় আসে শান্তি,
পর্দায় সুন্দর , পর্দায় সুশীল
পর্দা কাটে ক্লান্তি।
আল্লাহ তায়ালার প্রিয় হতে
স্বামীর ভালোবাসা ও,
মা-বাবার পরিবারের
আস্থা শক্তি বাড়ে আরো।
পর্দা বিধানে শ্রেষ্ঠ তুমি নারী
পর্দাহীনতা ঘৃণিত তুমি নারী
পর্দা করো বন্ধু তোমরা ,
পর্দাতে তোমার অহংকারী।
নাছিমা চৌধুরী – কবি, চট্টগ্রাম।