প্রকৃতির এই অপরুপ মায়া
মানুষকি আদৌ বোঝে,
অপূর্ব মায়া লুকিয়ে আছে
এই প্রকৃতির মাঝে।
যখন শীত পেরিয়ে আসে
বসন্তের মিষ্টি আবেশ,
তখনই মানুষ বুঝতে পারে
প্রকৃতিই শান্তির দেশ।
শহরে থেকে বুঝতে পারবে না
মর্ম কুড়ে ঘর,
খোলা উন্মুক্ত আকাশকে
তোমরা করো না পর।
প্রকৃতির মাঝে খুঁজে পাবে
সবুজ ঘাসের বিছানা,
দেশের মানুষ হয়ে
প্রকৃতিকে অবহেলা করো না।
সন্ধ্যায় সূর্য ডুবে যায়
চারিদিকে নেমে আসে অন্ধকারে,
চাঁদনি রাতের মায়া ছেঁড়ে
তোমরা যেও না কো দূরে।
গরম এলেই খুঁজে পাবে
ঠান্ডা শীতল বাতাস,
মন খারাপ হলে চেয়ে থাকো
দূর নীল আকাশ।
প্রকৃতির নিয়ম ধারায়
শুরু হয় ঝরঝরে বৃষ্টি,
বৃষ্টির জলে হাত ভিজিয়ে
চেয়ে থাকি অপলক দৃষ্টি।
তুমি কি প্রকৃতির মায়া এখনও
অনুভব করতে পারনি,
তাহলে তোমার জীবনের
সার্থকতা এখনও হয়নি।
কবিতা- কবি।