Take a fresh look at your lifestyle.

প্রতিযোগিতা

242

 

যখন এক সাথে শুরু করে
কিছু দূর এগিয়ে দেখো,
নিজে পিছিয়ে যাচ্ছো..
হীনমন্যতার কালিমা মেখে ,
নিজেকে ধিক্কার দিতে দিতে
হেরে যাওয়া তুমি
নিরবে অশ্রু ধারায় ভেসে যাও,
শক্ত কাঁধে আশ্রয় খোঁজো|

যখন কেউ আগে শুরু করে এগিয়ে যায়
তখন মনে মেনে তৃপ্ত হও,
ভাবতে থাকো ‘আমিও পারতাম’,
যদি আগে শুরু করতাম|
এই অজুহাতে মনকে শান্ত রাখো|
কৃত্রিম খুশিরতে মনকে ডুবিয়ে রাখো|

যদি কেউ পরে শুরু করে এগিয়ে যায়
তখন মনের মধ্যে উদ্বেগ জন্ম নেয়,
মনের ভিতরে অসংখ্য প্রশ্ন আসে,
কিভাবে এমনটা হল!
বিচার বিশ্লেষণের পাহার গড়ে তোলো
তার সাফল্যের ত্রুটি খোঁজো|

যদি কেউ ধাক্কা দিয়ে
পিছনে ফেলে এগিয়ে য়ায়
তখন আসল খেলা শুরু,
আত্মা হঙ্কার দিয়ে ওঠে,
বিদ্যুৎ গতিতে ইন্দিয়গুলি জেগে ওঠে,
নিজের জন্য নয়, প্রতিযোগিতার জন্য
নিজেকে প্রস্তুত করো|

মানব, নিজের খুশির জন্য নয়
প্রতিযোগিতার জন্য ছোটো|
ভালো হওয়ার জন্য নয়
ভালো সাজার জন্য ছোটো|
নিজে এগোবার জন্য নয়
অন্যকে পিছিয়ে দেবার জন্য ছোটো||

টুম্পা পাল- কবি, ওপার বাংলা। 

Leave A Reply

Your email address will not be published.