Take a fresh look at your lifestyle.

প্রত্যাশিত সকাল

361

 

কাল সকালটা অন্যরকম হয়ে আসুক,
প্রত্যাশা!
ফুলে-ফসলে ভরে উঠুক আগামীর,
যৌবন যেমন সুন্দর!
প্রাজাপতির পাখার মতন,
সাতরঙা রঙধনু-টা নেমে আসুক,
ঝরনার জলধারা পাহাড়ের ঢাল বেয়ে!
জীবন হোক মুখরিত কল্লোলে,
উচ্ছ্বাসিত হোক আগামীর সেই সকাল।

কতরঙ মুছে গেছে, যার?
তার মাঝে পুনঃ হোক সঞ্চার।
ভাটির বুকে জোয়ার ফিরে আসুক!
ষোড়শ বয়স জলকেলি চাই,
তার পূর্ণ বিকাশকাল আজিকে;
তার তরে-তে চাই সে সকাল।

আনন্দ হাসি আবার মানবের মনে,
ফিরে আসুক স্বস্তির নিঃশ্বাস।
আসুক মানবের তরে মানবতা;
আশ্বাস নয় বিশ্বাস।
বুকফাটা হাহাকার চাইনা,
গণতন্ত্র’র পূর্ণ বিকাশকাল হোক আগামীর দিন!
বড় প্রয়োজন, জীবনের বিকাশনে;
চাই, উচ্ছ্বাস উচ্ছলতা নবজাগরণ!
আসুক সেই আগামীকাল।।

মায়ের মুখে ছাপ বলিরেখার!
একটু স্বস্তি’র তরে, মন ভরেনা আশ্বাসে।
ভবিষ্যৎ-এর মাথা ভার, সন্তান?
সে নাড়ী-ছেড়া ধন।
পথে বেরোলেয় ভয়, বহে ঝড়;
তোলপাড়ে ভঙ্গুর মন!
কিজানি কি কোনদিকে, উৎপাত ক্ষতি সাধন?
চারচাকা-তে মরছে যুবক,
নেশারঝোঁকে কতক-কতক;
আমার ছেলে আটক বন্ধ ঘরে,
আর কতক্ষণ?
চিন্তায় মায়ের জ্বর।

চাই আগামী, তোমার জন্যে মাগো;
আসবে তখন, দেখবে চেয়ে!
দুঃখ তোমাতে থাকবে-নাকো আর;
আগামীর সেই সকাল।
আসবেই নিশ্চয় ফুটবে রবি:
কাটবে ঘোঁর কাল।।

আজকে এই রাতে,
নিভে যাক, মননের যত ভ্রান্তমত।
মিশে যাক তারা, ধুলোবালির;
স্বর্গ ফেলে বৃদ্ধাশ্রমে! আপনাসুখে মত্ত যারা,
দিন বদলে উগ্রপন্থী, দুঃস্থের মারে পাত।
স্বার্থান্ধে নরখাদক যেজনা_
রক্তচোষক ভাঙ নেশাখোর,
ঠাঁই নয় তার উদয়কালের বুকে;
আজকে তারা এই নিশুতির গ্রাস!
হোক সঠতার নিপাত।।

হোক নতুনে পূবে উদয়কাল!
প্রাণ জাগরূক সজীব সতেজ চাই,
আবার মায়ের হাসি-ভরা মুখ;
সকল জীবের আপনা নীড়ে,
কাঙ্ক্ষিত সেই সুখ।
আসুক আসুক রাত পোহাতে,
চাই প্রাতে সেই সে সকাল।।

সবুজ ফকির_কবি,লেখক ও সাহিত্যিক

Leave A Reply

Your email address will not be published.