প্রবাসে কি কষ্টরে ভাই
প্রবাসীরাই বুঝে,
চেনা মুখ অচেনা সব
যায়না পাওয়া খুঁজে।
কাজের মাঝে থাকলে কভু
হয় না কিছু মনে,
যায় কেটে যায় সময় গুলো
সহ যোদ্ধার সনে।
কাজের শেষে রুমে এলেই
মন চলে যায় বাড়ি,
সবাই আজ অনেক দুরে
ভুলতে নাহি পারি।
বাবা-মা সবার সাথেই
হয় কথা হয় ফোনে,
বুঝতে দেইনা কষ্টে আছি
শান্তি পাইনা মনে।
টাকা পয়সা পাচ্ছি সবি
দিচ্ছি সবি বাড়িতে,
পাল্টে যাচ্ছে জীবন মান
পাইনি মায়া ছাড়িতে।
মায়ার জালে বন্দি জীবন
মায়া ভরা মন,
জানি না কবে মুক্তি পাবো
প্রবাসী জীবন।
বেলাল বকুল- কবিও মডারেটর চেতনায় সাহিত্য।