ভৈরব নদী!
চারপাশে সবুজের ঢেউ তুলে
শান্ত স্বচ্ছ জলে অপরূপ বয়ে চলে
নিরবধি!
কচি কচি ঢেউ উঠে বুক জুড়ে
বাতাসের সাথে শাড়ির কুচির মত
মিশে গিয়ে মিহি সুরে বুনে
শান্ত নদীর শীতল হাওয়া
নদীর বুক ব্যপে
নাওয়ের মাঝি ছাড়িয়ে বহূদূর হতে
এসে লাগে বুকে!
ঢেউয়ে ঢেউয়ে উতরোল শান্ত নরম নদী,
তীর খোলা অবয়ব সবুজের ঘন বসতি
ডাহুক ডাকা অঞ্চল, অন্তর্লোকের মানসী,
চুপচাপ বয়ে যায় নিঃশ্বাসের প্রায়
স্ফীত বুক শান্ত কোমল নরম মন নদী!
ইচ্ছে জাগে মনে, মানুষ না হয়ে,
‘ভৈরব’, হতেম যদি!
হাসনা জাহান মায়া- কবি ও সাহিত্যিক।