Take a fresh look at your lifestyle.

প্রিয় শত্রু

748

 

মহাকালের গর্ভে হারাবি না তুই,
হারাবো না আমি –
সবই স্রষ্টার মেহেরবানী।
পুরনো যন্ত্রে নয়
তবে নতুন আলোর শিখায়
কুহেলিকা আমার অনেক দামী।

ভ্রান্তির ছায়া গ্রাস করবে না
তোর চলার পথ –
সাফল্যের সর্বোচ্চ চূড়াটা
দেখতে পাবো যেদিন
স্বপ্নের বালুচরে চিরনিদ্রায়
শায়িত হলেও সুখ ছায়ায়
কাটাবো চরম সুখের দিন।।

এ ধরাধামে অনেক কিছুই পাবে
শুধু মনের অজান্তে খুঁজবেই তাকে
তোর অস্থিমজ্জায় মিশেছিলো যে-
সীমাহীন আস্থা রেখেছিলো
ঐ দূর পাহাড়ের তরু।
স্বপ্নের আঙিনায় এসেও
দূরে কেন আজ সেই ভীরু?

প্রতিটা সাফল্যে তোর
চোখে আসে আনন্দাশ্রু,
কোনদিন জানবে না নীহারিকা
আমার, কে ঐ প্রিয় শত্রু?

 

ফজলুল হক খান কামাল – কবি

Leave A Reply

Your email address will not be published.