রূপ বৈচিত্র্যের এই স্বদেশে
শীত বিদায় নিচ্ছে অবশেষে
বসন্তকাল আসছে মিষ্টি হেঁসে
রং বেরঙের ফুল ফুটছে গাছে।
মধুর সুরে ডাকে কোকিল
সুরের টানে হৃদয় হয় ব্যকুল
থাকতে চায় না মন বদ্ধ ঘরে
ঘুরবো দুজন হাওয়ায় উড়ে।
প্রিয়ার মাথার চুল আছে খোলা
তাকিয়ে হয়ে গেছি আত্মভোলা
হৃদয়ে লাগছে প্রেমের দোলা
কাছে পেয়ে বাড়ছে মনে জ্বাল।
কৃষ্ণ চুড়া ফুল ফুটছে ডালে
প্রেমের বাতাস লাগছে পালে
ভালোবাসার জল লাগছে হালে
সুখের সমুদ্রে ভাসছি দুজন মিলেে।
দুষ্ট আমার অবুঝ প্রিয়া
কাছে পেয়ে পাগল হিয়া
ভালোবেসে রাখবো বুকে
পাসে থাকবো সুখেদুঃখে।
আতিকুর রহমান- কবি ও এডমিন চেতনায় সাহিত্য।