পাওনি তুমি দামী খাবার
তাই করছো কান্না
ফিলিস্তিনে চেয়ে দেখ
হয়নি তাদের রান্না।
দামী বিছান পাওনি বলে
মুখটি তোমার ভারি
ফিলিস্তিনে চেয়ে দেখ
নেই যে তাদের বাড়ি।
পাওনি তুমি রঙিন জামা
তাই দিয়েছ আড়ি
ফিলিস্তিনে চেয়ে দেখ
কষ্ট আহাজারি।
তোমার মতই শিশু ওরা
সোনার খোকা খুকি
জন্ম থেকেই খাচ্ছে গুলি
যুদ্ধ মুখোমুখি।
উম্মে আম্মার – কবিও ছড়াকার।