হালকা জামা পাতলা শাড়ী
কড়া নাড়ছে ফেব্রুয়ারি
উসখুস্ মন তাড়াতাড়ি
খাচ্ছে নাস্তা দেখছে ঘড়ি
হাতে হাতে ফুলের ছড়ি
পার্কে ছুটবে তড়িঘড়ি
ফুল পাতা ছুড়াছুড়ি
চা বিস্কুট কাড়াকাড়ি
কেউ সিগারেট কেউ বিড়ি
একটু আধটু দাদাগিরি
ধাক্কা লাগলে আই য়্যাম সরি
বাহিরে শাসন কড়াকড়ি
ভিতরে চলছে জড়াজড়ি
কারো দৃষ্টি আড়াআড়ি
অধিকারের বাড়াবাড়ি
আইল পুলিশের গাড়ি
দুই চারটি লাঠির বাড়ি
পার্কের প্রেম ছাড়াছাড়ি
থানা এখন শ্বশুরবাড়ি
গলাতে কলঙ্কের হাড়ি
কান্নাকাটি বাড়ি বাড়ি
পার্কের ভিতরে হুড়োহুড়ি
লাগবে এবার মারামারি
আমি এবার কেটে পড়ি
এটাই 14ই ফেব্রুয়ারি।
মশিউর রহমান খান – কবি ও সাহিত্যিক।