Take a fresh look at your lifestyle.

ফেব্রুয়ারী

172

হালকা জামা পাতলা শাড়ী
কড়া নাড়ছে ফেব্রুয়ারি
উসখুস্ মন তাড়াতাড়ি
খাচ্ছে নাস্তা দেখছে ঘড়ি
হাতে হাতে ফুলের ছড়ি
পার্কে ছুটবে তড়িঘড়ি
ফুল পাতা ছুড়াছুড়ি
চা বিস্কুট কাড়াকাড়ি
কেউ সিগারেট কেউ বিড়ি
একটু আধটু দাদাগিরি
ধাক্কা লাগলে আই য়্যাম সরি
বাহিরে শাসন কড়াকড়ি
ভিতরে চলছে জড়াজড়ি
কারো দৃষ্টি আড়াআড়ি
অধিকারের বাড়াবাড়ি
আইল পুলিশের গাড়ি
দুই চারটি লাঠির বাড়ি
পার্কের প্রেম ছাড়াছাড়ি
থানা এখন শ্বশুরবাড়ি
গলাতে কলঙ্কের হাড়ি
কান্নাকাটি বাড়ি বাড়ি
পার্কের ভিতরে হুড়োহুড়ি
লাগবে এবার মারামারি
আমি এবার কেটে পড়ি
এটাই 14ই ফেব্রুয়ারি।

 

মশিউর রহমান খান – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.