Take a fresh look at your lifestyle.

বনের রাজা

914

 

বনের রাজা সিংহ সে তো বড্ড গর্জে
কেশর ফুলিয়ে তার অনেক শৌর্য বীর্যে ।
সাধারণ পশুরা থাকে যে আতঙ্কে
রাজা মশাই তেমন দক্ষ নয়কো অংকে ।
রোজ একটি করে প্রজা পশু খেতে পায়
একদিন নতুনটি আসতে পারেনি বাধায়।
সময় মত ফন্দি আঁটে যে খেকশিয়াল
উচিত শিক্ষা দেয়ার হয় চমৎকার খেয়াল।
বনের রাজা শাসায় এত সাহসটা কার
আমার রাজ্যে পথে কোন বাধা দেবার ।
শেয়াল বলল তাই চলুন তো রাজামশাই
সে আছে জঙ্গলের মাঝে ওই কুয়ায় ।
পাড়ে দাঁড়িয়ে দেখে যে সিংহ রাজা
সত্যিই তো দেখতে তার মতো মোটাতাজা ।
গর্জে পড়ে সিংহটা ওই কুয়ার মাঝে
শৌর্য বীর্য তার এলো না কোন কাজে ।
অত্যাচারীর পতনে দিয়ে হাত তালি
সমগ্র বন মাতালো ঐ খেকশিয়ালী ।

সরদার মোক্তার আলী – কবি ও সাহিত্যিক। 

 

Leave A Reply

Your email address will not be published.