Take a fresh look at your lifestyle.

বর্ষা

846

 

আষাঢ় শ্রাবণে
বর্ষার গগনে
মেঘেদের খেলা
সারাটা বেলা ।
একটুতেই রোদ
বালক অবোধ
একটুতেই বৃষ্টি
কেড়ে নেয় দৃষ্টি ।
ছাতাটা হাতে
এ পথ চলাতে
তো সাবধানতায়
এই চলাফেরায় ।
নতুবা পিছলে
ঐ খালে পড়লে
পা দুটো ভেঙ্গে
কাদামাটি সঙ্গে
পৌঁছালে বাড়ি
ছুটে তাড়াতাড়ি
ডাক্তার কে ডেকে
পাড়াময় হেঁকে
হুলুস্থুল কাণ্ড
দিতে হয় দন্ড ।
মা রান্না ঘরে
বৃষ্টি তো পড়ে
ভেজা লাকড়িতে
লবণ আর ভাতে
রান্না তো কষ্ট
ফসলাদি নষ্ট ।
ভাঙ্গা চালে শয়
ঘুম কি তাতে হয় !
তবুও ব্যাঙের ডাক
হাঁস 🦆 প্যাক প্যাক
ভালো লাগে বেশ
মেঘেদের এদেশ
প্রিয় বাংলাদেশ
ও আমার স্বদেশ।

 

সরদার মুক্তার আলী – কবি, সাহিত্যিক ও মডারেটর চেতনায় সাহিত্য।

Leave A Reply

Your email address will not be published.