জীবনের ভিতর আরেক গোপন জীবন আছে ।
দিন শেষে ফিরে আসে গোপন গৃহবাসে।
বেহুলা সঙ্গী কোথাও চিরস্হায়ী নয় ।
মেঘ যেখানে ডানা মেলে দেয় সেখানেই প্রাণ উড়ে । অসম্ভব এর সংজ্ঞা !
এতটুকু বোঝা যায় তার দিকে মুখ ফিরে তাকানোতেই যন্ত্রণার আত্মদেহ ।
বুঝেনি পায়ের নিচে জীবনের স্থায়িত্বে সময় উধাও । মানুষ কিন্তু অন্য মানুষের শ্বাসেই বাঁচে ।
মানুষ আকাঙ্খার চেয়ে দীর্ঘতম ।
তারপরও অনেক জীবনের মানে হয় না ।
শুধু স্মৃতিতেই সমাহিত ।
দিন গুলো যা গেল সাদা জবার, সমুদ্র পথে ।
যেন অজান্তেই ছুঁয়ে গেল বহুকাল ।
স্বচ্ছ থেকে অস্বচ্ছতার হাওয়ার পালকে ।
যখন-তখন রাত্রির গগন পরশে নক্ষত্র থিতিয়ে আসে – – – –
স্বপ্ন আর মধুর হয় না ঘনীভূত নিশ্বাস-প্রশ্বাসে। রাতের কাছে বুক নেই তবু রাতেই আমার বসত বাড়ি ।
রিয়াজ আহমেদ – কবি ও সাহিত্যিক।