বাংলা আমার হৃদয় জুড়ে
মায়ের আদর মাখা,
হাসি কান্নায় আছে মিশে
বাবার স্নেহে আঁকা।
রাত দুপুরে গল্প শুনি
দাদী, নানীর মুখে,
ঘুমের রাজ্যে হারিয়ে গিয়ে
ঘুরি মনের সুখে।
নিত্য মাতি খুনসুটিতে
ভাই বোনেরা মিলে,
রঙের খেলায় মেতে উঠি
লাল, হলুদ, নীলে।
বাংলায় বলি, বাংলায় পড়ি,
মনের কথা লিখি,
গর্ব করি এই ভাষাতে
রঙিন স্বপ্ন দেখি।
বাংলাতে গাই সুরের দোলায়
মিষ্টি মধুর গান,
‘আমার সোনার বাংলা’ গেয়ে
জুড়াই মন প্রাণ।
ফারুখ হোসাইন – কবি ও সাহিত্যিক।