হতে পারি ছোট
ছিলাম না জ্ঞানহীন ও
বুঝেছি শত!
বিশ্বাসে ঠকেছি যতো
ধমনী হয়তো যতো বড়।
বিবেকহীনের বিবেকহীনতা ততো
হতে পারি তা ছোট।
অভিজ্ঞতা এনে দিয়েছে হাজারও ক্ষত
হতে পারি ছোট।
দেখেছি অসহায়দের প্রতি ধনী বিবেকহীনতার অত্যাচার যতো,
হতে পারি আমি ছোট।
দেখেছি ক্ষমতা যার যতো
মানুষকে মানুষ মনে করে না তারা ততো।
হতে পারি আমি ছোট!
দেখেছি জাত বড়াই করে যতো
লোক লজ্জায় পরে তারা ততো,
হতে পারি আমি ছোট!
দেখেছি ক্ষমতাবান যতো সুখী হতে পারেনি তারা কখনো।
অশান্তির দহনে মরে কতো
কতো জন হারিয়ে গেছে
তারা আজ অমানিশার মতো।
হতে পারি আমি ছোট।
কিছু বুঝতে পেরেছি তো
যা হৃদয়ে অতৃপ্ত শিহরণ
ঠিক করিনি শির নতো।
রিয়াজুল ইসলাম _কবি ও ছাত্র