Take a fresh look at your lifestyle.

বালিকার কাছে স্বাধীনতার মানে

176

 

মাথায় ঝাঁকরা চু‌লের বাব‌ড়ি ছিল
ছিল তার একটা ক‌বিতার খাতাও
তবু র‌চিত হয়‌নি অজর ক‌বিতা
তাই ব‌লে স্বাধীনতা‌কে কি জানবে না?

ডিক‌শেনারী, গুগল খুঁ‌জে যে শব্দটা
পাওয়া, বোঝা বা জান‌তে পেল
সারাটা জীব‌নে পাওয়া গেল না তার
অ‌স্তিত্বটা বা ধারেকা‌ছের অবয়ব।

লাল, হলুদ, কমলা জামাটা গা‌য়ে চড়া‌তে
দরজার কা‌ছে এ‌সে থমকা‌তে হ‌য়ে‌ছে
ঝমঝম আওয়াজটা কা‌নে বাজ‌তেই
দৌ‌ড়ে যে‌তে নি‌য়ে শিকল পড়‌তে হ‌য়ে‌ছে;

ম‌নের কল্পনায় পাহাড় ডিঙা‌নো
আর সমু‌দ্রে সাতঁরা‌নো কতই সোজা
বাস্ত‌বে চৌকাঠ ঠে‌লে ছাদ পর্যন্ত
যে‌তে টান‌তে হ‌য়ে‌ছে ম‌নের বোঝা।

কতটা পরাধীনতার জি‌ঞ্জির নি‌য়ে
পথ চল‌তে চল‌তে অর্থটা পে‌য়ে গেল
সরাস‌রি না হ‌লেও, প্রতিশব্দ রূ‌পে
উ‌পেক্ষা, বিদ্রুপ আর ব‌্যঙ্গ এর।

 

কানিজ ফাতেমা – কবিও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.