প্রথমবার যখন বিচ্ছেদের খাতায়
নাম লিখেছিলো এক যুগের পথ চলা,
তখন বয়স মাত্র ত্রিশের কোঠায় বয়স ছুঁই ছুঁই করছে,
তারপর থেকে আমি রোজ রাতেই একটু করে মরি
রোজ কান্নার নোনাজলে ভাসি
নাহ! কারো ভালোবাসার জন্য নয়
প্রতারণার জন্য বড্ড আক্ষেপ বুকের গভীরে।
অথচ জীবনের দ্বিগুণ সময় পার করেও
মাঝবয়সে এসে আবারও বিচ্ছেদকে
করেই নিলাম আলিংগন।
নাহ এবারো স্বেচ্ছায় নয়
কারণ হলো আছে তার আরো প্রিয়জন
মনের স্বচ্ছতা আর নির্মলতা দিয়ে ছুঁয়ে দিয়েছি
যাকে স্বল্প সময়ের ব্যবধানে
খুব জানতে ইচ্ছে করছে,
আমার ভালোবাসাময় কেয়ারিং কি
ভাসবে ইথারে আর তার কানে।
এবার তোমায় মুক্তি দিলাম
একবারেই থেমে গেলাম।
ভালো থেকো
এবার অন্তত মনের খাতায়
তার নামটি লিখো।
তাওয়াব নূর – কবি ও সাহিত্যিক।