Take a fresh look at your lifestyle.

বিজয় আমার

574

 

বিজয় আমার প্রভাত প্রার্থনায় আজানের সুরেতে,
বিজয় আমার শিশির ভেজা ঘাসফুলের ছোঁয়াতে।
বিজয় সেতো মন্দিরের ঐ শঙ্খ ধ্বনিতে,
গীর্জা প্যাগোডায় সৃষ্টির রণ সংগীতে সংগীতে।
বিজয় আমার আলপথ ধরে হেঁটে যাওয়া সবুজে
বিজয় আমার হেমন্তের ঘরানা কৃষকের হাসিতে।
বিজয় আমার উচ্ছল শিশুর লাবন্য হাসিতে
বিজয় আমার কিশোর রাখালের মধুর বাঁশিতে।
বিজয় সেতো প্রিয়ার আঁচলের প্রণয় খুশিতে,
অরণ্য কাননে তোমার আমার প্রতিজ্ঞার ক্ষণেতে
বিশ্বসাহিত্যের বইয়ের ভাঁজে বিজয়ের ঘ্রাণ পাই,
বিজয় আমার কবিতার পান্ডুলিপি নব সৃষ্টিতে।
বিজয় আমার শ্লোগানে মিছিলে মলয় বাতাসে,
বিজয় তোমার প্রিয়ার আলিঙ্গনে প্রতিটি নিঃশ্বাসপ্রশ্বাসে।
বিজয় আমার লাল সবুজের মুক্তির অহংকারে,
বিজয় আমার মহান নেতার কন্ঠের হুংকারে।
বিজয় সেতো শহীদি রক্তের আল্পনা তুলিতে,
ভালোবাসার মৌনতা আর মধুর প্রেমাঞ্জলিতে।
বিজয় আমার বারোমাসি ধারাপাত,
এই বাংলার অলিতে,গলিতে সন্ধ্যা সকাল প্রাতে।
বিজয় আমার বিষন্ন মনের সাহসী শ্লোগান,
বিজয় আমাদের ভালোবাসার মুক্ত রণাঙ্গন।

পারভীন আকতার পারু – সহ সম্পাদক, চেতনা বিডি ডটকম। 

Leave A Reply

Your email address will not be published.