আকাশে আজ লাল সূর্য
ঝকঝকে রোদ বেশ।
শিকল পড়া কষ্টে ভরা
দিন বুঝি আজ শেষ।
আকাশেতে তাই বলাকারা সব
মেলেছে ওদের ডানা
মুক্ত মনে বহিছে বাতাস
আজ নেই কোন মানা।
শত বছরের জিঞ্জির গুলো
ভেসে গেছে সব জলে
বিজয় এসেছে শুকরিয়া করি
আরশে দু’হাত তুলে।
দিল আফরোজ রিমা- কবি ও সাহিত্যিক।