Take a fresh look at your lifestyle.

বিজয় তুমি

423

বিজয় তুমি লক্ষ শহীদের
প্রাণ বিনিময়ের প্রতিদান,
বিজয় তুমি সবুজ মাঠে
শিশিরে ভেজা ধান।
বিজয় তুমি হৃদয় নিংড়ানো
অজশ্র আকাঙ্খার অর্জন,
বিজয় তোমাতে রক্ত দিয়ে
চেতনার বীজ বপন।
বিজয় তুমি খরস্রোতা নদী
চলছো বহমান,
বিজয় তুমি বজ্রকন্ঠের
শেখ মুজিবুর রহমান।
বিজয় তুমি সুপ্ত প্রতিশ্রুতি
কবিতা গল্প আর গান,
বিজয় তোমার গর্বে ওড়ে
লাল সবুজ নিশান।
বিজয় তুমি উল্লাসে মাতো
মুক্ত মঞ্চের গান,
বিজয় তোমাতে মিশে আছে
শহীদ জিয়ার প্রাণ।
বিজয় তুমি হও ন্যায়ের দ্রুত
অন্যায়ের তীব্র তুফান,
বিজয় তুমি দেশ গড়ার অঙ্গীকার
কোটি জনতার শ্লোগান।
বিজয় তুমি কুড়ানো নও
শত সাধনার মান,
বিজয় তোমাতে নিহিত আছে
জেনারেল ওসমানীর অবদান।
বিজয় তুমি বাঙালি মায়ের
ছেলেহারা কষ্টের নীড়,
বিজয় তুমি মনেরেখো চিরদিন
বাংলার শ্রেষ্ট সাত বীর।
বিজয় তুমি লক্ষ স্বপ্নে ভরা
বিশকোটি হৃদয়ের প্রাণ,
বিজয়ী আমি বিজয় আমাদের
হৃদয়ে বেঁচে থাকুক অম্লান।।
________________
মোঃ রুবেল আহমেদ _ কবি ও সংগঠক

Leave A Reply

Your email address will not be published.