বিজয়ের প্রতিধ্বনি হয় বাংলার ঘরে ঘরে
প্রতি বছরের ন্যায় এবারও এই ডিসেম্বরে ।
বাংলা মায়ের। সমস্ত অঙ্গটা ব্যথা ওরে
ভুলে যা অনৈক্য বিভেদ এবার পরস্পরে ।
সবাই আমরা অপরূপা সোনার বাংলাদেশি
ঠুনকো স্বার্থ ভুলে এই বাংলাকে ভালোবাসি ।
বিজয়ের সুফল পৌঁছাক সকলের দ্বারে দ্বারে
আদল ইহসান সমৃদ্ধি শাশ্বত সম্ভারে ।
বিজয় যেনো অটুট ও অম্লান থাকে চিরকাল
বাংলার ঘরে ঘরে রক্তিম এক সোনালী সকাল ।
আর নয় কখনো কারো গোলামী তাবেদারী
স্বাধীন সার্বভৌম বাংলা আমাদেরি ।
বিজয়ের মাসে আবার ও নিই এই প্রতিশ্রুতি
বিশ্বের দরবারে হোক চিরন্তন এক জনশ্রুতি।
সরদার মুক্তার আলী- কবিও মডারেটর চেতনায় সাহিত্য।