Take a fresh look at your lifestyle.

বিদায়

1,150

বিদায় ঘন্টা বাজিয়াছে মোর,
আসিয়াছে বিদায় বেলা।
চক্ষু সম্মুখে পাওয়া না পাওয়া,
নানা রঙে করিতেছে খেলা।

কি করিয়াছি আমি এতদিন,
আর কি করিয়াছি এতকাল।
ভাবিয়া ভাবিয়া শেষ করিয়াছি,
একটি শুভ্র সকাল।

বিদায় ঘন্টা কর্ণপাত হতেই,
শঙ্কিত হইলো মোর প্রাণ।
বাঁধিয়া রাখিতে ধরণীর বুকে,
সবাই চেষ্টা করিতেছে আপ্রাণ।

যাইতে হইবে পরপারে মোরে,
মৃত্যুর স্বাদ করিতে হইবে গ্রহণ।
ক্ষণকাল তব অবনী মাঝে,
করিয়াছি কেবল প্রহসন।

যাইবার কালে স্মরণে আসিলো,
চলিয়াছি আমি একা।
যাঁর লাগি তব হৃদয় কাঁদিয়াছে,
পাইয়াছি কি তাঁর দেখা?

 

 

মনোয়ারা আক্তার- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য    

Leave A Reply

Your email address will not be published.