জন্ম থেকে আলোর পথে আসা
জীবনের কথার মধুর সমর্পণ,
চুরুলিয়ায় গরীব মুসলিম পরিবারে জন্মগ্রহণ ।
সাবালক হয়ে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকের পেশা,
কিন্তু নিষ্ঠুর পৃথিবীতে কবিতা আর গান লেখার নেশা ।
ধর্মের নামে চলছে বিভেদের পথে হারিয়ে যাওয়া,
নজরুলের কত বিষন্ন শীতলতার মাঝে বিদ্রোহের পরশ পাওয়া ।
তুমি ধন্য করেছো এই জন্ম ভৃমিকে,
আছে বাঁধা ধরা জীবনের কথার মধুর সমর্পণের ফাঁকে ।
তুমি নিয়েছে আপন করে জীবনের আহ্বান ঐ ঐক্যের পথে,
হিন্দু মুসলিম কখন আসে ধেয়ে আনন্দের সাথে।
বিদ্রোহী হয়ে ভাঙতে চেয়েছে কারার ঐ লৌহকপাট, ভজন গানের জোয়ারে ভেসে যায় সব কামনার জট।
তুমিই লিখেছো এক ই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ।
তাই তো জীবনের পরম প্রাপ্তি এই শুধু খেলা নয় তোমার জয়গান ।
তুমি পেলে বাংলাদেশের জাতীয় কবির সম্মান,
সাহিত্যে আর সঙ্গীতে বাঙলাকে করেছো মহান।
কৃষ্ণ গোপাল ঘোষ- কবি ও সাহিত্যিক।