আমার সব টুকু শুভ্রতা, তুমি জোর করে কেড়ে নিলে।
বিনিময়ে দিলে তোমার অন্দরের অজস্র কালিমা।
শুভ্রতা হারিয়ে আমায় দেখতে বড্ড উশকো খুশকো লাগে।
ভাবি এ বাজারে শুভ্রতার এত মূল্য!
তবে বিনিময়ে তুমি কালিমা দিলে কেনো?
তোমার কি আর কিছুই ছিলো না?
একটু আবির রাঙা গোধূলি কিংবা অল্প একটু সবুজ অাভা!
না হয় তোমার আকাশ থেকে,এক চিমটি নীলিমা দিতে।
দেখো,কত পথ ঘুরেছি আমি।
অল্প মূল্য কেও দিলোনা এক বিন্দু শুভ্রতা।
এখন শুভ্রতা কিনবো কিভাবে?জানতে না, আমার পয়সার বড় অভাব।
আমি তোমার খানিকটা কালিমা কাজলদানীতে নিয়ে, হাটে হাটে বেচি।
খুব পয়সা হচ্ছে,জানো!
খরিদ্দাররা বলে বুবু, এমন কালো কাজল কোথায় পেলে?
আমার ভীষণ ভয় করে,বলতে পারিনা এতো কাজল নয়,
এতো অন্তরের কলুষিত কালিমা!
জানো,,আমি রোজ পয়সা গুনি!
একদিন আমার পয়সা হবে।
আমি কোনো হাটের দিনে,
একটা শুভ্রতার আকাশ কিনবো!
তা না হয় তোমাকেই দিয়ে দিবো,
বিনিময়ে ফিরিয়ে দিও না হয় আমার সেই নির্মল শুভ্রতা।
ফারিহা তায়েবা- কবি ও সাহিত্যিক।