কদমের ছোঁয়া লেগে জগৎ উজালা,
পাদুকায় চুমি হই সমাদৃত হেরা,
মিথ্যার ওষ্ঠে পড়িল অবিনাশী তালা,
আকিদার তলোয়ারে পাপাচার চেরা,
পড়িয়াছি বহু জনে ইসলাম-মালা।
বিধাতার বার্তাবহ হে সৃষ্টির সেরা,
আসমানি সুধা পত্রে মিটে মর্ম-জ্বালা;
স্বর্গের নূরে উজ্জ্বল আমেনার ডেরা।
অন্ধ মক্কায় অনন্য আঁখির উত্থান,
শ্রেষ্ঠ আদর্শের শীর্ষে যার অবস্থান।
ঠিক পথে করিতেন সতত আহ্বান,
সৃষ্টি-কুল-শীর্ষে যার অক্ষয় সম্মান।
জাহিল জাতিকে যিনি করিলেন ত্রাণ;
মমতার হৃদয়টা মহা আসমান।
আলামিন আল আজাদ- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।