মনের আঙ্গিনা যখন
ঝরা ফুলে ছেয়ে গেছে।
কি বার্তা নিয়ে এসেছো কবি?
রুদ্ধ সে বাতায়নে কেনো কড়া নাড়তে আসো।
বিসর্জনের সুখে একেলা আমি
তোমার অপেক্ষা হয়েই না হয় থাকতাম !
কোন এক ক্রন্দসী শ্রাবণ
রংধনু হতে বেছে নেওয়া বেগুনি
মুখোমুখি তুমি আমি,কিছু অব্যক্ত কথা।
হ্যাঁ কবি, এক পৃথিবী ভালোবাসার গল্প
আর আমার কাছে তোমার এক পৃথিবী
ভালোবাসার কাব্য রচনার অনুরণন।
তোমার প্রশস্থ বক্ষে আমার স্বপ্ন
অনুপম চোখে আমার পৃথিবী !
কিন্তু পারলাম কই?
যখনই পূর্ণতা পেতে চেয়েছি
নিভু নিভু ছায়াপথ ধরে এসে আবার বলেছো
দেখো, এক পৃথিবী ভালোবাসা তোমার জন্য!
স্বপ্নে মিশে একাকার হয়েছি
একলার অন্তরে পাঠিয়েছো দীর্ঘ লিপিকা।
বলেছো এটাই পড়ো এখানেই লিখো!
তাইতো আজ পাঠালাম কিছু শব্দাবলীর ঘ্রাণ
তোমার বক্ষবেদিতে আমার ত্রিশঙ্কু অর্পণ।
পারভীন আকতার – কবি ও ব্যাচিক শিল্পী।