আকাশ নীলে স্বপ্ন ওড়ে
বিজয়পাখির ডানায়
লাল-সবুজের দেশটা আমার
মায়ের মতোই মানায়
বুকের ঘামে রক্ত নাচে
মায়ের চোখে মায়া
বট-পাকুরের ছায়া
সেই ছায়াতে পাতার গহীন ভিড়ে
সুখপাখিটা তাকায় ফিরে ফিরে
পাখির ডাকে নতুন সকাল আসে
দেশটা ভালোবাসে
রক্তমাখা সবুজ ভূমি
হাসছে বিজয় সুরে
শিউলি গোলাপ সুবাস ছড়ায়
কষ্ট পালায় দূরে।
ডঃ মাহাফুজুর রহমান আখন্দ – কবি,লেখক, সংগঠক ও গবেষক।