সারা বিকেল বৃষ্টি দেখেছি।
মনে মনে একটা কবিতা লিখে তোমার নামে
বাতাসে উড়িয়ে দিয়েছি।
আকাশের ওপরে আকাশ, মনের পরে মন
চিঠির উত্তরে মনের আবেগ মিশিয়ে দু চরন পদ্য লিখে
জবাব পাঠাবে অপেক্ষায় কাটে দীর্ঘ ক্ষণ।
চড়ুই জোড়া পাতার ছায়ায় মিতালি বেঁধেছে বেশ।
বৃষ্টিধারায় মায়ার ছায়ায় গভীর কোন দুঃখে,
তোমার আমার হৃদয়ের উঠোনে কাব্যর নেই যে শেষ।
তোমার কথায় গল্প হব,তোমার কথায় কবিতা,
তোমার আনন্দে ভাসব পদ্মদীঘির গভীর জলে
তোমার ছায়ায় ছায়া হব, তোমার প্রেমে সবিতা।
একটা আকাশ, একটা পৃথিবী, একটা তুমি নামে নদী,
জীবনের পাওয়াগুলো ডায়রির পাতায় লিখে
স্মৃতির করিডোরে বসব দুজন মন খারাপ হয় যদি।
বর্ষার বৃষ্টি ছুঁয়ে তুমিময় আবেগে পত্র লিখি তোমায়,
মেয়েটি এবং তিনির মত ভালোবাসতে সাধ জাগে
এক জীবনে সত্যি করে ভালোবাসবে তো আমায়?
হিমুর রুপা হতে চাই না ‘শোনো’,
তোমার প্রেমে তুমি হতে চাই,মনের ছোয়ায় মন রাঙিয়ে
হৃদয়ের আঙিনায় ভালোবাসার নীড় গড়ব দুজন।
সেলিনা রহমান শেলী-
কবি ও সাহিত্যিক