কেউ আমাকে আর আজকাল ভালোবাসে না
আগেও কি কেউ আমাকে
সত্যিই ভালোবেসেছিল
তাও আমি ঠিকঠাক জানি না।
আসলে ভালোবাসা কি জিনিস
আজতক তাও আমি সত্যি অর্থে জানিনা।
তবু কেন জানি মনে হচ্ছে
ওরা আজকাল আমাকে ভালোবাসে না
ওদের ভাবসাব,কথোপকথন আকার ইংগিত
সবকিছুই যেন শুকনো পাতার ঝিরিঝিরি
বৃষ্টিহীন বৃষ্টির শব্দ।
তপ্ত বাতাস রুক্ষ মরুভূমি আর
ভালোবাসাহীন সমুদ্র জলে তবুও
আমি দাঁড় বেয়ে যাই নিজের খেয়ালে
আপন মনে
ভালোবাসা না পেয়ে পেয়ে
আজকাল আমি নিজেও ভুলে গেছি
নিয়মিত নিয়মে নিজেকে ভালোবাসতে।
হাসনাত হারুন – কবি ও সাহিত্যিক।