তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি।
তুমি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধূলি।
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহিদের প্রাণ।
তুমি শহিদ মিনারের প্রভাতফেরির ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি।
প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।
সাজেদুর রহমান সাজু – কবি ।