আমার কাছে নেই ভেদাভেদ
কোনো ধর্ম বর্ণের,
আমার কাছে সবাই আমরা
একই মানব জাতের।
কালো আর সাদা নয়কো পৃথক
ভিতরে রক্ত এক,
যারা এগুলোর ভেদাভেদ করিস
একটু ভেবে দেখ।
সবাই আমরা মায়ের সন্তান
দুগ্ধ করি পান,
হিন্দু মুসলিম সবাই আমরা
একে অপরের ভাইজান।
আমরা সকলেই জল করি পান
শ্বাস নিই বুক ভরে,
তবুও কেন মানব জাতির
চলছে ভেদাভেদ এতদিন ধরে।
জাতি-ধর্ম,বর্ণের ভেদাভেদ
তৈরী করেন নি সৃষ্টিকর্তা,
মানব জাতিই এনেছে তো
এই ভেদাভেদের বার্তা।
Md Abdullah Rifat – ছাত্র ও লেখক