Take a fresh look at your lifestyle.

ভেড়ার দলে বাঘের বাচ্চা

844

হে মুসলমান তুমি তো দুনিয়ায় আজ ভেড়ার দলে বাঘের বাচ্চা
তোমার ঈমান লোমে ঢাকা নয়তো জজবা ভরা অতটা সাচ্চা ।
শেওলা ভরা মরা নদীর মত বদ্ধ জলাশয়ে আবদ্ধ যে ড্রেইজার ছাড়া আজ মজা গতিপথ নাব্য হবে না সহজে।
ঘষা-মাজা করতে হবে ঈমানটা তোমার সিরিজ কাগজে
সার্জারি করে দূর করতে হবে আজ ময়লা যা আছে মগজে।
আজ তোমাকে ভেড়ার বাচ্চারা যে যাচ্ছেতাই মাথার গুতা মারে
তুমি তো আজ এত বছরে হারিয়েছো আপন পরিচয়টারে ।
দূর হতে সেটা দেখে মা বাঘিনী আফসোসে যেন ফেটে পড়ে
ধমকে তারে আয়নায় মা ও তার চেহারা মিলানো লক্ষ্য করে।
মুসলমানের অস্তিত্ব ফেরাতে বারবার ব্রেন স্টর্মিং
করে
তুইতো সত্যিকারের বাঘ কখনো ভেড়ার বাচ্চা তো ভাবিস নেরে ।
অবশেষে চৈতন্য ফিরে পেয়েই গর্জে উঠে বাঘের বাচ্চা আপন ঈমানী পরিচয়টারে পরিশোধন করে হয় যে সাচ্চা।

সরদার মুক্তার আলী – কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।

Leave A Reply

Your email address will not be published.