মনে আমার ইচ্ছা জাগে
হতাম যদি পাখি,
মনের সুখে গান গাইতাম
সুর্য দিত উঁকি।
নীল আকাশে উড়তাম আমি
ডানা দুটি মেলে,
মনের সুখে ঘুরে বেড়াতাম
বনে আর জঙ্গলে।
নীল আকাশে সাদা মেঘে
করতাম আমি খেলা,
লাগতো আমার খুব ভালো
মনে দিতো দোলা।
ছোট্ট করে বাঁধতাম আমি
খড় কুটা দিয়ে ঘর,
সুখে থাকতাম যেথাই আমি
সারা জীবন ভর।
নাজিমা বেগম- কবি ও সাহিত্যিক।