ইচ্ছে ছিল একদিন
কোমল অধর ছুঁয়ে হব
রৌদ্রালোকে উজ্জ্বল ভোরের শিশির
মেঘেদের গুড়গুড় আলাপনে খুঁজে নেব
চেনা পরিযায়ীর গোপন সুখের নীড়।
ইচ্ছে ছিল,
ঝর্ণার গানে কান পেতে অনুভবে
খুঁজে নেব
অনড় পাহাড়ের মৌন দীর্ঘশ্বাস
ঝরে পড়া বৃষ্টির অনুপম কাব্য হয়ে শুষে নেব
বুকের অলিন্দে যতনে লালিত
সঞ্চিত সকল শিউলি সুবাস।
ইচ্ছে ছিল একদিন
কপোলের কালো তিলে এঁকে দেব
সহস্রাব্দের সকল প্রেমিকের ব্যর্থতার হাহাকার
পাড় ভাঙ্গার বিপ্লবী গানে খুঁজে নেব বালিয়াড়িতে আটকে পড়া সাগরোন্মুখ
দুঃখিনী এক নদীর অধিকার।
ইচ্ছে ছিল,
গালের টোলে শীতল জলের জলধি হব
বিশ্বাসের অভয়ারণ্যে হবে আমাদের অনন্ত বসবাস
যৌবনের ঊর্বর পলল জমিতে গড়ব ঈশ্বরের বাগান
আস্থার সেচজলে করে যাবো জীবন থেকে জীবনের চাষাবাস।
কালের পরিক্রমায়,
জীবনের তটরেখায় পরিভ্রমণ শেষে
মহাকালের এক নিদারুণ পরিহাস,
ডাহুকী চোখে স্বপ্ন সন্তরণে জমা রেখে শতাব্দীর প্রেম
তুমিহারা ইচ্ছেহীন নিঃস্ব আমি
প্রেমানলের দহন জলে লেখা আজ
এক পদানত পাহাড়ের সকরুণ ইতিহাস।
মুনিরুল ইসলাম চঞ্চল – কবিও সাহিত্যিক।