এখনো চলছে মানব দেহে ধূমের চাষ —
বন্ধ করো যেখানে সেখানে মানব বসতি।
মুক্ত করে দাও বাতাসের চলার পথ
আমার লিখিত অনুভূতি।
আমি শুনতে পাই প্রকৃতির কথা ,আমার
অন্তরে প্রাণি দেহের আকুতি —
আমি মানুষ -আমি শুনছি মাটির ক্রন্দন
যুগ যুগ ধরে রক্তে ভেজা মাটি —-
পরমাণুর বিষাক্ত ক্ষত নিয়ে প্রতিবন্ধী মাটি
যুগ যুগ ধরে মহামারির আশ্রম হয়েছে মাটি।
আমি আজ করবো মাটির জন্য মানববন্ধন
মাটিই দৈহিক উপাদান -এই মাটিই জীবন।
এই অন্ন বস্র বাসস্থান মাটি ,মাটিই নিরাময়।
মাটিই ধারণ করছে পিপাসার জল।
এই মাটিই আমার “মা “এই মাটিই আমার শেষকৃত্য।
মাটিতেই কপাল রেখে বিধাতার
কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি।
মুক্ত করে দাও মাটির আনন্দ মাটির উচ্ছ্বাস
মুক্ত করো শিশুদের খেলার মাঠ।
এই মাটির জন্য আমি করবো মানববন্ধন।
আমি প্রতিদিন শুনে যাই মাটির ক্রন্দন।
কাঁদছে মাটি কাঁদছে মাটির অভিবাসী ,
কীট পতঙ্গ প্রাণি জগৎ গাছপালা পরিবেশ কাঁদছে ।
বিষাক্ত গ্যাস রাসায়নিক প্রযুক্তি
প্রতিদিন হত্যা করছে মাটিকে।
আমি অনুভব করছি প্রাণি জগতের বিদ্রোহ।
কীট পতঙ্গ একদিন মানুষের সাথে যুদ্ধ করবে–
চাই মাটির নিজস্বতা-বাঁচাও পরিবেশ।
ফয়জুর রহমান – কবি (লন্ডন)