সুজলা সুফলা শস্য শ্যামলা
নেই কোনো তুলনা তার
রূপ রস আর গন্ধে ভরা
প্রাণ প্রিয় মাতৃভূমি আমার।
চিরসবুজ আর সজীবতা ভরা
এইতো আমার দেশ
মাঠের পরেও মাঠ ফুরালেও
সবুজের নাই শেষ।
তুমি মাতৃভূমি নও গো শুধু
আমার গর্ভধারিনী মা
রূপ রস আর সৌন্দর্যে
মাগো তোমার নেই যে তুলনা।
পৃথিবীর কোন দেশের সাথে
তোমার তুলনা খুঁজে না পাই
জন্মেছি মাগো তোমার কোলেতে
তোমারি বুকে দিও ঠাই।
ছায়াঘেরা পাখির ডাকে মুখরিত
মনোমুগ্ধকর সৌন্দর্যমন্ডিত দেশ
কোথাও খুজে পাবে না তুমি
রুপের রানী মাগো আমার মাতৃভূমি।
আতিকুর রহমান- কবিও এডমিন চেতনায় সাহিত্য।