রাজা তুমি প্রভাব দেখাও,
মেতে থাকো ধ্বংসলীলায়|
অসহায় গরীব প্রজার
রক্ত ঝড়ে সেই খেলায়|
বারুদের গন্ধ বাতাসে
ধোঁয়ায় কালো নীল আকাশ|
বুকের মাঝে আতঙ্ক রয়
কত জীবন হবে নাশ!
অর্থ পিপাসু, ক্ষমতা লোভী
বিবেক হীন ব্যর্থ রাজা|
সে বাসনা পূরণ করে,
প্রাণ দেয় নিরীহ প্রজা|
কত শিশু অনাথ হবে
কত মায়ের শূন্য বুক|
কত দেহ ক্ষত, বিক্ষত
আনতে রাজার মনে সুখ|
দেশকে তুমি সামনে রাখো
মেটায় তোমার মনের সাধ|
ইতিহাস করে না ক্ষমা
বর্বরতার কালো হাত|
শিক্ষা কাঁদে মাথা কুটে
ছন্দ পতন বারে বারে|
উন্নতি আর চাইনা এমন,
যা মনের শান্তি কাড়ে|
যুদ্ধ নয় আজ শান্তি চাই|
মানবতার মুক্তি চাই|
বন্ধু হয়ে, ভাই হয়ে
পা মিলিয়ে চলতে চাই|
টুম্পা পাল- কবি ও সংগঠক।