দুই দিনের এই দুনিয়াতে,
মাথায় চিন্তার বাহার।
রাত -দিন এক করে দিচ্ছি
যোগাতে দু’বেলার আহার।
ভেবে দেখলাম সবি মিথ্যে
সবই মায়ার খেলা।
মিছে চিন্তাায় ফুরিয়ে যাচ্ছে ,
আমার সাধের বেলা।
থাকবেনা হয়তো কোনো অস্তিত্ব,
ভাবছি অবচেতন মনে,
অদ্ভুত মায়ার এই বাধন ছিঁড়ে
ঘুরছি প্রকৃতির সনে।
শাপলা খাতুন- কবি।