Take a fresh look at your lifestyle.

মায়ার বন্ধন

468

ফেলে আসা অতীতের কথা ভাবতে-ভাবতে
আজ তুমি বড় একা নিঃস্ব।
যার কথা ভেবে-ভেবে
বছরের পর বছর কাটিয়ে দিচ্ছো,
সে এখন ওইপাড়েতে পরম শান্তিতে ঘুমাচ্ছে।
তোমার নির্ঘুম রাতের সাক্ষী
মাথার নিচের ও-ই ভেজা বালিশটা ছাড়া কেউই না।
হয়তো হাতে গোনা দু’একজন মানুষ
তুমি ভালো নেই বলে আজও ভালো নেই।

কিন্তু বন্ধু, তোমায় যে ভালো থাকতে হবে।
তাই তোমাকেই ভালো থাকাটা খুঁজে নিতে হবে,
নিজের জন্য কিংবা হাতে গোনা সেই দু’একজনের জন্যে।

নতুন করে কারো চোখে চোখ রেখে চোখের মায়ায় হারিয়ে যাও।
কারো হাসির কলতানে তোমার সুপ্ত হাসিটা উচ্ছ্বসিত হোক।
কারো বাড়িয়ে দেওয়া হাত তোমার বেঁচে থাকার তাগিদ দিক।
কারো কন্ঠে শীতলতা ছড়িয়ে পড়ুক তোমাতে।
আবার নতুন করে জীবনে রঙ ছড়িয়ে দাও বন্ধু।
একটা মানুষ তোমার হোক,
যে জীবনের প্রতিটি সময়ে তোমায় আগলে রাখবে পরম যত্নে।

পুষ্পিতা – কবি, সিলেট। 

Leave A Reply

Your email address will not be published.