কেমন আছিস বিদেশেতে
আমার প্রিয় খোকা
কত বছর হলো যে পার
হয়নি তোকে দেখা।
কেমন আছে বৌমা আমার
কেমন আছে নাতি
থাকলে কাছে তাদের সাথে
গল্পে হতাম মাতি।
তোদের জন্য মনে শুধু
ভালোবাসা প্রীতি
মনে পড়ে খোকারে তোর
ছোট্ট বেলার স্মৃতি।
কত রকম গল্প বলে
দিতাম তোরে ঘুম
ঘুমিয়ে গেলে আদর করে
দিতাম আবার চুম।
খাইয়ে দিতাম প্রতিদিনই
গল্প বলে বলে
খুঁজতাম আমি কত তোকে
চোখের আড়াল হলে।
এখনো কি প্রিয় তোর
মুরগী আলু তরকারি
ভালোবাসিস এখনো কি
ছোট্ট মাছের চচ্চড়ি?
দুধের তৈরি পিঠা পুলি
প্রিয় ছিল তোর কত
শতশত স্মৃতির কথা
যায় কি ভোলা অত!
ইচ্ছে হয় ভীষণ আমার
দেখতে মুখ খানা
কষ্ট করে পড়িশ খোকা
আমার চিঠি খানা।
সুমাইয়া জামান – কবি ও ছড়াকার।