তুমি বসন্ত দিবে বলে হাত বাড়িয়ে ছিলে
দিয়ে গেলে চৈত্রের খরা,,
বলেছিলে আকাশের বুকে নীল এনে দিবে
দিয়ে গেলে কালচে ধূসর মেঘছড়া।
লাল গোলাপ দিবে বলে
দাঁড় করিয়ে ছিলে কৃষ্ণচূড়ার বাঁকে ,,
দিয়ে গেলে শোকার্ত কালো গোলাপ
ঝরাপাতার শুষ্কতা মেখে।
বলেছিলে রাত্রি ভরে গল্প শুনিয়ে
ঘুম পাড়িয়ে দেবে,,
দিয়ে গেলে নির্ঘুম রাত
বিষন্নতার নীলকাব্যে।
বলেছিলে ভালোবাসার গল্প
লিখবে চলতে চলতে,,
লিখে গেলে বেদনার গল্প
সময় লাগেনি তোমার প্রতিশ্রুতি ভুলতে।
আজ অপূর্ণতার দেশে
শূন্যতা বুকে নিয়ে,
মরেও যেনো বেঁঁচে আছি আমি
নশ্বর এই ধরাতে।
আমি খুঁজিনি বুঝিনি সবই ছিল
মিথ্যার বেড়াজাল,,
মিষ্টি কথার পিছনে
লুকিয়ে ছিলে দুষ্ট অনুভূতি,
যা আমার জীবনে হয়েছে আজ কাল।
আলো- কবি