Take a fresh look at your lifestyle.

মুক্তির কথা

258

 

ছবি কথা বলে, কী করে লুকাবে,
দেশের ভবিষ্যত?
একদিনের ভাত মাখা হাতগুলো
শূন্য পড়ে থাকে আজ চাহিদাতে..
খালিহাতে, তোমরা অন্নের নামে ..
জীবনের দামে ঝুলিয়ে দিয়েছ মূলো!
জীবনের দাম আইনের দোহাই
কিছুই সঠিক নাই…
এই রাষ্ট্রের আছে শুধুই দেমাগ
আর কিছুই তো নাই..
মূর্খেরা করে যখন দেশ শাসন
আবোল তাবোল কথায়!
জ্ঞানীরা কেউ ভীত হয়ে পড়ে
কেউ বা মুখ লুকায়,
কেউ বা খাতায় নাম লেখায়
চাটুকারের তালিকায়;
জনগণ আজ অনশন ,মরণ নয়
,সে শক্তি তাদের কই?
বিধাতার কাছে প্রার্থনা করে
ভেঙে পড়ে কান্নায়,
জনগণ আজ এই উলম্ফন থেকে
শুধুই মুক্তি চায়।

 

হাসনা জাহান মায়া- কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.