মরলো মানুষ ঝাঁকে ঝাঁকে
সবুজ বাংলার বাঁকে বাঁকে
রক্তে মাখা সাল,
মুক্তি পাগল বঙ্গসেনা
তাদের রক্তে মুক্তি কেনা
সুরুজ মামা লাল।
সেই গেরিলা হব আমি
হও বাঙালি রণগামী
ছিড়ব সকল জাল,
লেফট রাইট লেফট রাইট
দেশের তরে নিত্য ফাইট
দূর হয়ে যা কাল।
কবি ভাবে এতো দামের
সাগর নদীর হাজার ঘামের
খুব লাকি এই জাত,
ইনশাআল্লাহ বলে মুজিব
বঙ্গসেনা তাজা সজীব
পাক্ সেনারা কাত্।
ওয়াজেদ বাঙালি – কবি, সাহিত্যিক ও মডারেটর চেতনায় সাহিত্য।